News update
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     

বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-01-22, 10:44am

resize-350x230x0x0-image-208415-1674360998-1602c149822a5da72ff4d251c609863a1674362682.jpg




বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ পাঁচের মধ্যে থাকছে ঢাকার নাম। আজও বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৪ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৯৮। সেই হিসেবে ঢাকাকে দ্বিতীয় রাখা হয়েছে। এই মাত্রাকে খুবই অস্বাস্থ্যকর বলা হয়।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ৩২৫ নিয়ে শীর্ষে ভারতের দিল্লি, ২৭৪ স্কোর নিয়ে তৃতীয় উজবেকিস্তানের তাসকেন্ট, স্কোর ২৪৫ নিয়ে চীনের সেনইয়াংয়ের অবস্থান চতুর্থ এবং ২২৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।