News update
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     
  • Martyred Intellectuals Day on Sunday     |     
  • Campaign from Jan to rein in overuse of antibiotics: Adviser     |     

গ্রিসে ঝড় ড্যানিয়েলের আঘাতে মৃতের সংখ্যা বাড়ছে

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-09-09, 7:57am

01000000-0aff-0242-0637-08dbb0790b45_w408_r1_s-34f93772aa6259f6f089ae3f3924cf2a1694224655.jpg




গ্রিসে চার দিনের ভয়াবহ বৃষ্টিপাতের পর উদ্ধারকারীরা কয়েক ডজন জনপদে আটকা পড়া শত শত মানুষকে হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। এই প্রবল বৃষ্টিপাতে অন্তত ৭ জন নিখোঁজ এবং অজ্ঞাত সংখ্যক লোক নিখোঁজ রয়েছেন।

গ্রিসে গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড়ড্যানিয়েলের আঘাতে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলেদেশটির কৃষিপ্রধান থেসালির ছোট ছোট বাড়িঘরগুলো ভেসে গেছে ও রাস্তাঘাটগুলোজলপথে পরিণত হয়েছে। নদীগুলি ফুলে-ফেঁপেউঠেছে, বাঁধগুলো এবং সেতুগুলো ভেঙে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কার্দিৎসা অঞ্চল সেখানে বয়স্ক নারী এবং মেষপালকসহ ছয়জনকে ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে। তারা তাদের বাড়িঘর খালি করার চেষ্টা করলে বন্যার পানিতে তারা ভেসে যায়।

সরকারিভাবে ছয়জন নিখোঁজ রয়েছে তবে ভয়েস অফ আমেরিকার সাথে যোগাযোগ করা স্থানীয় লোকজন এবং উদ্ধার কর্মীরা আরও বেশি সংখ্যাক মানুষ নিখোঁজ থাকতে পারে বলে আশংকা করছেন। কার্দিৎসার উপকণ্ঠে অবস্থিত পালামাসগ্রামের বাসিন্দারা শুক্রবার স্থানীয় একটি টিভিচ্যানেলেকে ফোন করে জানায় যে ৬০ জনেরও বেশি গ্রামবাসী নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ ঐ ঝড়কে “বাইবেলে বর্নিত বিপর্যয়ের” সঙ্গে তুলনা করেছেন। থেসালি সমভূমির বেশ কয়েকটি অংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বৃহস্পতিবার সহায়তার জন্য দেশটির সেনাবাহিনীকে ডাকার অনুমতি দেয়া হয়।

কিন্তু ইতোমধ্যে ড্যানিয়েলের আঘাতে নজিরবিনীন ক্ষতি হয় এবং সরকারের বিলম্বিত পদক্ষেপের কারণে দেশবাসী ক্ষুব্ধ বোধ করছে।

শুক্রবার জরুরি পরিষেবাগুলিকে থেসালি জুড়ে ডুবুরি, লাইফবোট এবং সব ধরণের আবহাওয়া মোকাবেলায় সক্ষম ৮০টি সামরিক হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়। বিশেষত, কার্দিৎসায় আটকে পড়া লোকদের কাছে তাদেরকে পৌঁছাতে দেখা গেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।