News update
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     

মোংলায় ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

গ্রীণওয়াচ ডেক্স বিপর্যয় 2023-11-17, 8:39am

resize-350x230x0x0-image-248249-1700185781-37e6baaf476695a1ead264084f23ae861700188749.jpg




বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে দ্রুত নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বৃহস্পতিবার দুপুর থেকে অবিরাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

এই অবস্থা ২/৩ দিন থাকলে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর আঘাত আনার খবরে প্রস্তুতি সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের সভাপতিত্বে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, দুর্যোগ মোকাবেলায় জেলায় নগদ ৯ লক্ষ টাকা, ৬৫০ টন চাল ও ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। ১ হাজার ৯২০ জন সিপিবি সদস্য এবং রেড ক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের ৫০০ জন সদস্য প্রস্তুত রয়েছে। বিভিন্ন এনজিওকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।