News update
  • Cumilla City’s Tk 2cr CCTV cameras fall blind     |     
  • Abu Sayeed murder: Charge-framing hearing Sunday     |     
  • Milestone tragedy: Death toll reaches 34     |     
  • Sudan's rival forces declare parallel govt, deepening crisis     |     
  • UN Scientific Panel to Study Nuclear War Consequences     |     

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-07-08, 11:05am

rgretretet-b741e12a358724360c23531753f6a8f01720415101.jpg




সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। প্লাবিত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে সোমবার (৮ জুলাই) সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনার পানি ধীরগতিতে হলেও কমবে।

এদিকে সিরাজগঞ্জের পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়ন এ মুহূর্তে বন্যাকবলিত অবস্থায় রয়েছে। এ সকল এলাকার বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে রয়েছেন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আরটিভি