News update
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     
  • Climate summit hears countries suffering from global warming      |     

এসএসসি ১৯৮৬ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিবিধ 2023-02-10, 9:06am

2023-02-10-09-c00b71d430b63a3e589407f606579b561675998370.png

এসএসসি ১৯৮৬ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



ফেসবুকভিত্তিক সংগঠন এসএসসি ১৯৮৬ বাংলাদেশ তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে গত শুক্রবার রাজধানীর পূর্বাচলের সি-শেল পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বাইরে থেকে এবং প্রতিটি জেলা থেকে এসএসসি ’৮৬ ব্যাচের প্রায় আড়াই হাজার সদস্য যোগ দেন। 

সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল­াহ। শুভেচ্ছা বক্তব্য দেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সাইমুম সরওয়ার কমল, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, জেলা জজ আব্দুল হালিম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আকবর আলী, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আনছার উদ্দিন, এসএসসি ১৯৮৬ বাংলাদেশের রংপুর বিভাগের সভাপতি সাদেকুল ইসলাম সাজু, সংগঠনের ফেসবুক পেজের অ্যাডমিন মুনাওয়ার রেজা খান, আনোয়ার হোসেন, আজাদ হোসেন রাজু, অ্যাডভোকেট পারভীন, শফিউল­া পলিন, শায়লা হাফিজ প্রমুখ।

জুমার নামাজ ও দুপুরের খাবার বিরতির পর বিকেলে আড্ডা, গান, স্মৃতিচারণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংগীত পরিবেশন করেন সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, দিঠি আনোয়ার, পথিক নবী, মিলন মাহমুদ, পলাশ ও পারভেজ সাজ্জাদ। আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রাজধানী ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ সংস্কারকের ভ‚মিকা রেখে চলেছে এসএসসি ১৯৮৬ বাংলাদেশ।