২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলছে নানা রকম প্রস্তুতিমূলক কার্যক্রম। মেট্রোরেল এলাকায় বিভিন্ন ফুলের গাছ রোপণ-পরিচর্যা চলছে প্রতিনিয়ত। রাস্তা ঝাড়ু দিচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর। নামফলক বসানো দেয়ালটি ঘিরে রাখা হয়েছে সাদা কাপড়ে।
তবে বাংলাদেশে নতুন হলেও বিশ্বে দ্রুতগতির বিদ্যুৎচালিত এ পরিবহন ব্যবস্থা নতুন নয়। এর বয়স প্রায় ১৪০ বছর। উইকিপিডিয়ার হিসেবে, বর্তমানে পৃথিবীর ৬১টি দেশের ২০৫টি শহরে চালু আছে এ দ্রুতগতির পরিষেবা। আরও অর্ধ শতাধিক শহরে এ ব্যবস্থা নির্মাণে কাজ চলছে।
বিশ্বের প্রথম মেট্রোরেল লন্ডনে
পৃথিবীর প্রথম ১৮৬৩ সালে মেট্রোরেল চালু করা হয় লন্ডনে। পেডিংটন স্টেশন থেকে কিং ক্রস হয়ে ফারিংডন স্টেশনে মাত্র চার মাইল এলাকায় এটি চলাচল শুরু করে। বর্তমানে লন্ডনে ৪০২ কিলোমিটার দীর্ঘ লাইন যা ২৭টি স্টেশন দ্বারা যুক্ত। এর ৪৫ ভাগ নেটওয়ার্ক মাটির নিচে। বর্তমানে চালকবিহীন চলাচল করে ট্রেনটি। দিনের ব্যস্ত সময়ে ৫৪০টি ট্রেন চলে যাতে ৫০ লক্ষ মানুষ যাতায়াত করতে পারে।
বুদাপেস্ট মেট্রোরেল পৃথিবীর দ্বিতীয় প্রাচীন মেট্রোরেল বুদাপেস্ট চালু হয় ১৮৯৬ সালে। ইউনেস্কো ২০০২ সালে এটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
পৃথিবীর ব্যস্ত মেট্রো ব্যবস্থা টোকিওতে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মেট্রো স্টেশন টোকিওতে। ২০১৩ সালের এক হিসেবে দেখা গেছে এ মেট্রোরেলের বার্ষিক ব্যবহারকারীর সংখ্যা ৩ দশমিক ৩৩ বিলিয়ন। এটি জাপানের সবচেয়ে পুরাতন মেট্রো লাইন যা ১৯২৭ সালে চালু হয়। সর্বমোট ৩১০ কিলোমিটার এ মেট্রো নেটওয়ার্ক ১৩টি লাইন ও ২৯০টি স্টেশন দ্বারা সংযুক্ত।
দীর্ঘতম মেট্রো লাইন চীনের সাংহাইতে পৃথিবীর দীর্ঘতম মেট্রো লাইন চীনের সাংহাইয়ে, যা ৪৩৪ কিলোমিটার দীর্ঘ। মোট ১১টি রুট দ্বারা সংযুক্ত এ নেটওয়ার্কে ২৭৭টি স্টেশন আছে। এটির নির্মাণ কাজ ১৯৯৫ সালে শুরু হয়েছিল। সাংহাই মেট্রোরেল সর্বোচ্চ ঘণ্টায় ৩১১ কিলোমিটার গতিতে চলে।
লাহোর মেট্রোরেল পাকিস্তানের প্রথম মেট্রোরেল পরিবহন ব্যবস্থা গড়ে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে। দেরা গুজরান থেকে আলী টাউন ২৭.১ কিলোমিটার মেট্রোলাইনকে অরেঞ্জ লাইন বলা হয় যার ব্যবহার শুরু হয় ২০২০সালের ২৫ অক্টোবর। এটি একটি চালকবিহীন স্বয়ংক্রিয় মেট্রো ব্যবস্থা। মোট ২৬টি স্টেশনসহ ২৭.১ কিলোমিটার লাইন নির্মাণে খরচ হয় ১.৬ বিলিয়ন ডলার। পাকিস্তানে আরও দুটি মেট্রোরেলের লাইনের নির্মাণ কাজ চলছে।
ভারতের মেট্রোরেল ভারতের কলকাতা শহরে ২৪ অক্টোবর ১৯৮৪ সালে মেট্রোরেল চালু হয়। এটি প্রথমে এসপেলেনডি থেকে ভবানীপুর (বর্তমান নেতাজী ভবন) মোট ৩.৪ কিলোমিটার এলাকায় ১৭টি স্টেশনে চলাচল করতো। এ কাজের ভিত্তিপ্রস্তর ১৯৭২ সালের ২৯ ফেব্রুয়ারি স্থাপন করা হয়।
বর্তমানে কলকাতা মেট্রোর দুটি সক্রিয় যাত্রাপথ রয়েছে, একটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দীর্ঘ ৩১.৩৬৫ কিমি মেট্রোলাইন এবং অপরটি ৯.১ কিমি দীর্ঘ সল্ট-লেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ মেট্রোলাইন। এখানে ৩৪টি মেট্রো স্টেশন বিদ্যমান, যার মধ্যে ১৭টি স্টেশন ভূগর্ভস্থ, ১৫টি স্টেশন উত্তোলিত এবং ২টি স্টেশন ভূমিগত। তথ্য সূত্র আরটিভি নিউজ।