News update
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     
  • Hamas ready and serious to reach an accord if it ends war     |     
  • Paradise lost: Cox’s Bazar tourists shocked by wastes at sea     |     
  • Israel agrees to 60-day truce in Gaza, Hamas must nod: Trump     |     
  • Israel Commits 3,496 Crimes, Killing, Injuring 2,652 Palestinians in 7 Days     |     

কুইন্স সিভিল জাজ প্রার্থী পল ভ্যালনের নির্বাচনী সভা অনুষ্ঠিত

বিবিধ 2021-10-20, 10:25pm

img_2803-8ae10ae261661c3ceabeff401a6f5d621634747125.jpg

কুইন্স সিভিল জাজ প্রার্থী নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পল ভেলনের এক নির্বাচনী সভা



হাকিকুল ইসলাম খোকন - গত অক্টোবর মংগলবার  সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির ৪০-১২ বেল ব্রলবাডএ একটি রেস্টুরেন্টে ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের আয়োজনে কুইন্স  সিভিল জাজ প্রার্থী নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পল ভেলনের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।  ক্লাব  প্রেসিডেনট চক আলবান্স এর পরিচালনায় সাগত বক্তব্য রাখেন সম্পাদক মালিনি শাহ।                         

এতে প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক সিটি  নির্বাচনে  মেয়র প্রার্থী  এরিক এডামস।বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির সাবেক স্পীকার পিটার ভ্যালন সিনিয়র , ইউএস কংগ্রেস ওম্যান গ্রেস মেং , কুইন্স ডিস্ট্রিক্ট এটনী মালিন্ডা কেটস,নিউইয়র্ক  ট্রেট সিনেটর জন লু, নিউইয়র্ক, ট্রেট এসেম্বি  মেম্বার জেনিফার রাজকোমার,নিউইয়র্ক  ট্রেট  এসেম্বিমেম্বার এড ব্যাইনঅনুষ্ঠীন , নিউইয়র্ক সিটি  কাউন্সিলম্যান পিটার কো,নিউইয়র্ক সিটি  কাউন্সিল প্রার্থী সান্ড্রা ওং, নিউইয়র্ক সিটি  কাউন্সিল প্রার্থী  লিনডা লি, ডেমোক্রেট নমিনি কুইন্স  সিভিল জাজ একমাএ বাংগালি প্রথম নারী প্রার্থী এটনী সোমা সাঈদ ও কুইন্স সিভিল জাজ  প্রার্থী সি.জনসন। এছাডাও অতিথীদের মধ্যে যুক্তরাষ্ট্রে  সফররত  আওয়ামী লীগ নেতা এমএ করিম, আমেরিকা-বাংলাদেশ এলাইন্স প্রসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা  ও সিডিসি বোড অব ট্রাষ্টী সিনিয়র সাংবাদিক  হাকিকুল ইসলাম খোকন ,সিডিসি বোড অব  ট্রাস্টি  দেলওয়ার মানিক,জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন সভাপতি শাহ নেওয়াজ, কমিউনিটি    একটিভিক্ট ও বিজনেসম্যান ফাহাদ সোলাইমান ,কমিউনিটি একটিভিক্ট মিজানুর রহমান,সিডিসি সদস্য সুমন মানিক এবং অন্যান্য কমিউনিটির ডাঃমারিয়ম    সিং,মোস্তফ শেখ, আর্সাত উথুমালেবি সহ অন্যান্য  নেতৃবৃনদ  অংশ নেন। - খবর বাপস নিউজ।