News update
  • Bangladesh bourses slump on week’s final day     |     
  • Bangladesh Bank buys $2.08 bn from banks to stabilise market     |     
  • ‘Return Islamic Bank shares to true owners': Business Forum     |     
  • Israel, Gaza Celebrate Ceasefire; Hostages May Go Free     |     
  • Wealthy Nations Urged to Reduce Climate Debt Burden     |     

সংরক্ষিত বনে হাতির মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-07-07, 8:14am

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951688696067.jpeg




কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনে অসুস্থ হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাতিটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৬ জুলাই) উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি এলাকার সংরক্ষিত বনে হাতিটি মারা যায়।

জানা যায়, দক্ষিণ বন বিভাগের রাজা কূল রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনের ওই এলাকায় আজ সকালে হাতিটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে পুরুষ জাতের এ হাতিটি অসুস্থাজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। ময়নাতদন্তের পর বিকেলে হাতিটি মাটি চাপা দেওয়া হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।