News update
  • Govt Cuts ADP to Tk2 Lakh Crore Amid Fiscal Pressure     |     
  • Home Adviser Urges Ansar Professionalism for Fair Polls     |     
  • Net FDI in BD jumps over 200 percent in Q3 of 2025: BIDA     |     
  • Quilt makers race against time as severe cold grips Lalmonirhat     |     
  • Dhaka's air quality turns ‘very unhealthy’ on Monday     |     

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সংসদে বাংলাদেশ বিষয়ে প্রস্তাবনা পাস

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-03-29, 7:32am

18e6c98b87dfcbf9fe3be8c344b8d38124c4822d09cfc38c-56aaa8b9749505aa344fdba9efdab6221743211954.jpg




গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশি জনগণের চলমান লড়াইয়ের সাথে সংহতি জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সংসদে একটি প্রস্তাবনা পাস হয়েছে। এই প্রস্তাবনায় বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক রূপান্তর এবং জরুরি ভিত্তিতে একটি নির্বাচনী রোডম্যাপ প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ সাউথ ওয়েলসের সংসদে এই প্রস্তাবনা উত্থাপন করা হয়। গ্রিন পার্টির রাজনীতিক সংসদ সদস্য আবিগেইল বয়েড এই প্রস্থাবনা উত্থাপন করেন। লেবার, লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবনাটি পাস হয়।

অধিবেশনে লিখিত বক্তব্যে সাংসদ আবিগেইল বয়েড বলেন, ‘২৬ মার্চ, ২০২৫ হচ্ছে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস, যা বাংলাদেশের একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে ৫৫ বছর পূর্তি এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার দিন।’ 

‘বাংলাদেশের স্বাধীনতা দিবস জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তি, ন্যায়বিচার, ঐক্য, সাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুষ্ঠু ভবিষ্যতের জন্য সংগ্রামে বাংলাদেশি জনগণের শক্তি ও টিকে থাকার লড়াইয়ের উদযাপন করে।’

‘গত ২৩ মার্চ বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য লাকেম্বা লাইব্রেরি হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে অনেক সম্প্রদায়ের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একত্রিত হয়েছিলেন, যা বাংলাদেশ ও বাংলাদেশি-অস্ট্রেলীয় সম্প্রদায়সহ বিশ্বজুড়ে বাংলাদেশি জনগণের জন্য একটি চিরন্তন গর্বের উৎস।’

‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের জনগণ গুরুতর চ্যালেঞ্জ, দুর্নীতি, হুমকি ও অস্থিতিশীলতার মুখোমুখি। এই সংকটময় সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

‘বিশেষ করে যখন দেশটি তার গণতান্ত্রিক ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও দুর্নীতি দমন এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধার ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি করার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।’

আবিগেইল বয়েড বলেন, ‘এই সংসদ গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশি জনগণের চলমান লড়াইয়ের সঙ্গে দৃঢ়ভাবে সংহতি জানাচ্ছে।’ 

‘পাশাপাশি এই সংসদ অস্ট্রেলিয়া সরকারকে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর এবং নির্বাচনী সততা, জবাবদিহিতা ও শক্তিশালী দুর্নীতিবিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক রূপান্তর এবং জরুরি ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ প্রণয়নের জন্য আহ্বান জানাচ্ছে।’  সময়।