News update
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     
  • Dhaka-Ctg highway 10-lane expansion shelved; focus shifts to railway     |     
  • Trump warns of 100% tariff on Chinese Imports, U.S. Tech export restrictions      |     
  • Thousands Return to Ruins as Gaza Ceasefire Brings Hope     |     
  • From posters to punchlines: How Bangladesh’s politics got 'Meme-ified'     |     

তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ১০.২০ শতাংশ

২০২৪-২৫ অর্থবছর

ব্যবসায় 2025-06-04, 7:44am

7dd8a792b23c70388ba0dd8b6a68534fab991b3fee5b72a9-1-0dd8d7ab63b36fe0d807cad8f09269de1749001491.png




চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

 রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ১০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৫ কোটি ৯১ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে আয় ছিল ৩ হাজার ৩১৭ কোটি ৫৮ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৯৬১ কোটি ৯০ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে এ আয় ছিল ১ হাজার ৭৬৭ কোটি ৭৩ লাখ ডলার।

এছাড়া ১ হাজার ৬৯৪ কোটি ১ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে এ আয় ছিল ১ হাজার ৫৪৯ কোটি ৮৫ লাখ ডলার।

এদিকে সদ্যবিদায়ী মে মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ কোটি ৯০ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৫০ কোটি ৩৮ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২১৬ কোটি ১৯ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১৩ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। এছাড়া ১৭৫ কোটি ৭১ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ৪৪ শতাংশ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মে মাসে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪ হাজার ৪৯৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ৮৫ কোটি ৯৩ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৪ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি ৪৫ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১২ দশমিক ৫৫ শতাংশ। জুলাই-মে মাসে রফতানি হয়েছে ১০৫ কোটি ৭৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯২ কোটি ৭৫ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী মে মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৭৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ।