News update
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     
  • Sirajganj’s luxuriant mustard fields bloom as an oasis of gold     |     

বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-12-22, 10:05am

fwerwerewrewq-41fc72960fd15a937765de3f36ae79bb1766376326.jpg




ব্যক্তিগত সম্পদমূল্যের রেকর্ড টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের। তার সম্পদমূল্য প্রায় ৭৫০ বিলিয়ন ডলার। বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্টের ধারণা, ২০২৭ সালের মধ্যে ইলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক।

একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন ইলন মাস্ক। টেসলার প্রধান নির্বাহী মাস্কের বর্তমান সম্পদমূল্য ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন বা ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার। ২০২৪ সালের তুলনায় তার সম্পদমূল্য বেড়েছে প্রায় ৪ গুণ।

স্পেস এক্সের শেয়ার বাজারে আসার খবরে গত সপ্তাহেই মাস্কের অন্যান্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে তার সম্পদমূল্য ছাড়িয়েছিল ৬০ হাজার কোটি ডলার। সম্প্রতি টেসলার প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের বিশাল অঙ্কের বেতন প্যাকেজ বহাল রাখার রায়ের পর, সপ্তাহ ব্যবধানে তার সম্পদমূল্য বেড়ে অতিক্রম করেছে ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার।

বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট অ্যাকাডেমির তথ্য, প্রতিবছর মাস্কের সম্পদমূল্য বাড়ছে গড়ে ১১০ শতাংশ হারে। এই হারে সম্পদ বাড়তে থাকলে ২০২৭ সালের মধ্যে ইলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক। মাস্কের প্রতিদ্বন্দ্বী নেই, ব্যাপারটি তেমন নয়। ইনফরমার তথ্য, এআই ভিত্তিক এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং লাখো কোটিপতি হতে পারেন ২০২৮ সালের মধ্যে।

ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, মাস্কের সম্পদের চেয়ে ৫০ হাজার কোটি ডলার পিছিয়ে আছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি পেজ; তার সম্পদমূল্য ২৫ হাজার ২৬০ কোটি ডলার। ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন আছেন তৃতীয় স্থানে যার সম্পদমূল্য ২৪ হাজার ২৭০ কোটি ডলার। চতুর্থ স্থানে থাকা অ্যামাজানের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদমূল্য ২৩ হাজার ৯৪০ কোটি ডলার। আর পঞ্চম অবস্থানে থাকা গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্জেই ব্রিনের সম্পদমূল্য ২৩ হাজার ৩১০ কোটি ডলার।

 বিশ্লেষকদের মত, টেসলা, রোবোটিকস ও এআইয়ের ভবিষ্যৎকে পুঁজি করে ইলন মাস্ক নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়।