সংকটে থাকা বা দুর্বল চার ব্যাংককে সবল পাঁচ ব্যাংক থেকে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তার গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক নিজে। সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩০০ কোটি টাকা ধার পেয়েছে। সিটি ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক ৩৫০ কোটি টাকা ধার পেয়েছে। বেঙ্গল কমার্স ব্যাংক, মিউচ্যুয়্যাল ট্রাস্ট ব্যাংক ও সিটি ব্যাংক থেকে ২৭০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক। এছাড়া ইস্টার্ন ব্যাংক থেকে ২৫ কোটি তারল্য সহায়তা পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। এনটিভি নিউজ।