News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

আর্থিক খাতের দুরবস্থার জন্য ‘কেন্দ্রীয় ব্যাংক দায়ী’

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-12-04, 8:42am

549bc17077db6fbbfc2405dff16a00237ec23a2f718ebaca-951d1633d16caf98e0430026810e5f421733280123.jpg




বাংলাদেশ ব্যাংকই দেশের সব ব্যাংকসহ আর্থিক খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ধানমন্ডির মাইডাস সেন্টারের টিআইবি কার্যালয়ে সেবাখাতে দুর্নীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের ব্যাংক ও আর্থিক খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দখলও হয়েছে গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের যোগসাজশে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পাসপোর্ট অফিস দুর্নীতি রোধে অনেক কথাই বলে; কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। এমন অভিযোগ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুদক সবচেয়ে অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর সরকারি অফিস বিশেষ করে পাসপোর্টে সিন্ডিকেট করে দুর্নীতি করা হয়, যা থেকে এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সুবিধা পেয়ে থাকেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, যাদের দুর্নীতি রোধ করার কথা, তারাই দুর্নীতিতে নিমজ্জিত। যে কারণে দেশে দুর্নীতি কমছে না। গ্রামের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার।

পাসপোর্ট খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালে দুর্নীতিগ্রস্ত পাঁচ সেবা খাতের মধ্যে শীর্ষে ছিল এ খাতটি। এছাড়া, উচ্চ পর্যায়ের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে পুলিশ। সময় সংবাদ।