News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

‘ব্যাংকার্স ভয়েস বাংলাদেশ’ নামে নতুন সংগঠন

ব্যাঙ্কিং 2025-02-20, 12:24am

md-obaidul-huq-and-md-74954b33858e1c68e8c7e3e63e1d22041739989470.jpg

Md Obaidul Huq and Md. Golam Farukh



ব্যাংক ও আর্থিক খাতের কর্মকর্তাদের সমন্বয়ে অলাভজনক, অরাজনৈতিক সংগঠন গঠনের প্রত্যয়ে সম্প্রতি মতিঝিলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মোঃ মাহবুবুর রহমান, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনেরেল ম্যানেজার, সভা সঞ্চালন করেন। উক্ত সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হককে আহবায়ক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এমডি ও এসবিএসি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিইও ও এমডি মোঃ গোলাম ফারুখকে সদস্য সচিব করে ‘ব্যাংকার্স ভয়েস বাংলাদেশ’ নামে সংগঠন করা হয়েছে। উক্ত সংগঠনের উদ্দেশ্য হলো ব্যাঙ্ক ও আর্থিক খাতের সকল প্রকার বৈষম্য, অনিয়ম ও দূর্নীতি বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম, গোলটেবিল ডায়ালগ ও স্মারকলিপি প্রদান সহ নানা উপায়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা ও জনসম্মুখে তুলে ধরা। আহবায়ক মোঃ ওবায়দুল হকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।