News update
  • Yunus Invites Malaysian Investors to Explore Bangladesh     |     
  • Guterres Seeks Probe Into Gaza Journalist Killings, Hunger Deaths     |     
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     
  • Rahul, Priyanka Detained in March to ECI Over ‘Vote Fraud’     |     
  • Five Taxpayer Groups Freed from Online Filing Obligation     |     

কলাপাড়ায় নকল নবীশ ও দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

ভূমি 2025-06-25, 1:07am

in-house-training-workshop-for-deed-writers-and-copyists-held-at-kalapara-sub-regestry-office-on-tuesday-f26331a5794993405ccbbaacbfac46501750792073.jpg

In-house training workshop for deed writers and copyists held at Kalapara Sub-registry office on Tuesday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া সাব-রেজিষ্টার কার্যালয়ের স্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করনের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম।

উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের আয়োজনে অভ্যন্তরীণ এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা সাব রেজিস্টার বিজয় দ্বিগ গাইন ও কলাপাড়া সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম। 

কর্মশালায় ৭০ জন দলিল লেখক, ২৪ জন নকল নবীশ সহ সাব রেজিস্টার কার্যালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

উপজেলা সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। যাতে মানুষ সাব রেজিস্টার কার্যালয়ে এসে সেবা পেয়ে সন্তুষ্ট হয়। - গোফরান পলাশ