News update
  • UNRWA Situation Report on the Crisis in Gaza and West Bank     |     
  • Bagerhat upazila hospitals lack Covid test kits amid spike     |     
  • Israel, Iran trade new strikes as nuclear talks stall     |     
  • Billions of login credentials leaked online: Researchers      |     
  • ‘Says one thing, does another’: What’s Trump’s endgame in Iran?     |     

রাজনীতি দেশের অক্সিজেন

মতামত 2024-08-04, 12:34am

mahfizur-rahman-9d6a22a8ec5a92768f366087ca6d307a1722710089.png

Mahfizur Rahman



মাহফুজ আদনান 

বাংলাদেশে জুলাই ২০২৪। একটি ইতিহাসময় মাস। রক্তাক্ত মাস। কান্নার মাস। অসংখ্য অজস্র মায়ের বুক খালি হওয়ার মাস। ৭১ পর্যন্ত এর পরবর্তী সকল আন্দোলনকে ছাড়িয়ে গেছে কোটা সংস্কার আন্দোলন ।

ইতিহাসের পাতায় লেখা থাকবে এই ২০২৪ সালের জুলাই মাস। জুলাই মাস এটি দ্রোহের একটি মাস। এই মাসে অজ্রস কান্না ঝরেছে। মানুষের আর্তনাদ শোনা গেছে। মানুষের আহাজারি শোনা গেছে। হাসপাতালে রক্তের হলি দেখা গেছে। মানুষের ছোটাছুটি দেখা গেছে। মানুষের বাঁচার কী আবেগ।  হাসপাতালগুলো যেন এক কান্নার প্রতিছব্বি। হাসপাতাল গুলো যেন এক কষ্টের প্রতিচ্ছবি। কেন এমন হলো পরিস্থিতি? কার নির্দেশে হলো এমন কান্ড? এটা কী শান্তিপূর্ণ অবস্থায় সমাধান করা যেতো না। যেতো, কিন্তু, শাসক গোষ্টী কোন বিষয় তারা মাথায় নেননি। কেউ বুঝে উঠতে পারেননি যে, পরিস্থিতি উল্টো দিকে যাবে। চলেই গেছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানো।

গণতন্ত্র  ও রাষ্ট্রের জন্য অপরিহার্য সকল দুর্বল হয়ে গেছে। এসব প্রতিষ্ঠান মেরামত করতে হলে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। বাংলাদেশের বয়স ৫৩ হলেও সঠিকভাবে দেশ পরিচালনা করার মত একটি রাজনৈতিক দলও আমাদের নেই। আগে তাও অদলবদল খেলা হত, এখন তাও রহিত। পুরোটা ধ্বংস না হলে নতুন গড়ে উঠা বেশ কঠিন!

তাই গণতান্ত্রিক নতুন দল প্রয়োজন।

যারা মানুষের কথা বলবে। মানুষের ভালবাসা নিবে। মানুষের মতামত শ্রদ্ধা করবে এমন দল বাংলাদেশে দরকার। এই বাংলাদেশ আমরা চেয়েছি। আমরা চেয়েছি সাম্যের বাংলাদেশ। মানবতার বাংলাদেশ। যারা সব ক্ষেত্রে মানবাধিকারকে শ্রদ্ধা করবে। মানবতা ছাড়া রাজনৈতিক দল টিকে থাকার সম্ভাবনা নেই।

বাংলাদেশের মানুষ স্বাধীন সত্ত্বাকে ধারণ করে। স্বাধীনতার মূল চেতনা মানুষের মতামতকে শ্রদ্ধা করা ও রক্ষা করা। যদি এটি না হয় তাহলে স্বাধীনতার মূল চেতনা  ভেস্তে যাবে। তখন আর স্বাধীনতা আর অর্থবহ হবে না।

এজন্য চাই গণতান্ত্রিক পরিবেশ। মানুষের মতামত প্রকাশ পায় তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। নাতো মানুষ তার স্বাধীনতা হারাই। তাই নির্বাচন ব্যবস্থাকে অবাদ করতে হবে। মানুষের ভোটাধিকার স্বচ্ছতা আনতে হবে। তাহলেই স্বাধীনতা অর্থবহ হবে।  দেশ হবে বিশ্বের দরবারে এক উন্নত মমশীর।

লেখক : কবি, লেখক ও সাংবাদিক, মার্কিন যুক্তরাষ্ট্র ।