News update
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     

থাই উপকূলে আটকে পড়া নৌকা থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2022-12-09, 9:55am




মিয়ানমারের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে, থাইল্যান্ডের উপকূলবর্তী এলাকায় আটকে পড়া এক নৌকা থেকে ১৫০ জনেরও বেশি রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

সামরিক জান্তার এক বিবৃতিকে উদ্ধৃত করে এজেন্সি-ফ্রান্স প্রেস (এএফপি) জানিয়েছে যে, নৌকাটিতে ১০৬ জন পুরুষ ও ৪৮ জন নারী ছিলেন এবং সেটিকে একটি তেল খনির কাছে দেখতে পাওয়া যায়। তেলখনিটি রাষ্ট্রীয় মিয়ানমার অয়েল ও ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যৌথভাবে পরিচালনা করে।

বিবৃতিতে আরও বলা হয় যে, বুধবার দিনের শেষদিকে উদ্ধারের জন্য খনিটি থেকে দুইটি নৌকা পাঠানো হয়।

মিয়ানমারে নিপীড়ন ও বাংলাদেশের শরণার্থী শিবিরের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, মুসলিম প্রধান রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা প্রতিবছরই সাগর পাড়ি দিতে এক ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা চালান। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।