News update
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     

রাজনীতিতে নতুন রুপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে

শহীদ নূর হোসেন দিবসের অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক

রাজনীতি 2025-11-11, 10:58am

biplabi-workers-party-leader-saiful-huq-qith-other-leaders-and-workers-of-the-party-at-nur-hossain-chattar-on-monday-10-november-2025-c5dd261ce6710f87b54f343d68d81ff31762837099.jpg

Biplabi Workers Party leader Saiful Huq qith other leaders and workers of the Party at nur Hossain Chattar on Monday 10 November 2025.



বৈষম্যহীন মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে নূর হোসেন আর আবু। সাঈদরা অনুপ্রেরণা হিসাবে কাজ কাজ করবেন।

এরশাদ সামরিক স্বৈরতন্ত্রবিরোধী  আন্দোলনের বীর শহীদ  নূর হোসেনের ৩৮ তম শাহাদাৎবার্ষিকীতে আজ সকালে নূর হোসেন স্কয়ারে নূর হোসেনের স্মতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ  পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল,  ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, আরিফুল ইসলাম আরিফ, চুন্নু সিকদার প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত নেতাকর্মী  ও গণমাধ্যমের উদ্দেশ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের আত্মাহুতির পর প্রায় চার দশক পার হলেও গণতন্ত্র এখনও মুক্তি পায়নি। ২৪ এর রক্তঝরা গণঅভ্যুত্থানের পরও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাটছেন।রাজনীতিতে আমরা নতুন কর্তৃত্ববাদ,নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে।অনেকে গায়ের জোরে  জনগণের উপর নিজেদের দলীয় এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। নতুন নতুন রুপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে।

তিনি বলেন, সরকারের দূর্বলতা ও অকার্যকারিতার সুযোগ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে নেমে পড়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দূটো ঐতিহাসিক  গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চরম কর্ত্বতৃবাদী স্বৈরাচারী শাসকগোষ্ঠীকে বিদায় দিলেও তাদের শিকড় উপড়িয়ে ফেলা যায়নি।আর এ কারনেই বারে বারে দমন ও নিপীড়নমূলক শাসন ফিরে আসছে।তিনি বলেন, গোটা ফ্যাসিস্ট ব্যবস্থা নির্মূল ছাড়া গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা যাবেনা।

তিনি বলেন শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন, আবু সাঈদ, মীর মুগ্ধসহ শহীদেরা বৈষম্যহীন সাম্যভিত্তিক যে মানবিক ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য জীবন দিয়েছেন তা প্রতিষ্ঠার মধ্য 

দিয়েই কেবল আমরা তাদের রক্তের ঋণ শোধ করতে পারি।এই সংগ্রামে নূর হোসেন আর বু সাঈদেরা অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবেন। - প্রেস বিজ্ঞপ্তি