News update
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বাংলাদেশ নিয়ে যা বললেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2024-11-01, 8:07am

218dcf8d4b5cd6820f8ccd88e873379d4f4722a52b239f7c-c5da562377310e6991563c848fd8db131730426856.jpg




বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে মন্তব্য করে এর তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির এ নেতা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এতে ট্রাম্প লিখেছেন, 

বাংলাদেশ এখন পুরোপুরিভাবে বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। দেশটিতে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর দলবদ্ধভাবে হামলা ও লুটপাট চালানো হচ্ছে। আমি তাদের ওপর এই বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট দাবি করে বলেন, ‘আমার সময়ে এমনটা কখনো হয়নি। বিশ্বজুড়ে ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপেক্ষা করে আসছেন কমলা ও জো বাইডেন। ইসরাইল থেকে ইউক্রেন এবং সেখান থেকে আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত এলাকার জন্য তারা বিপর্যয় নিয়ে এসেছেন। সেখানে আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং সেই শক্তি দিয়ে আবার শান্তি ফিরিয়ে আনবো!’

তিনি বলেছেন, 

যুক্তরাষ্ট্রেও ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষা দেবো। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করবো। আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করবো।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের সমালোচনা করেছেন ট্রাম্প। এ বিষয়ে তিনি আরও লিখেছেন, ‘কমলা হ্যারিস আরও বিধি–নিষেধ আরোপ করে এবং কর বাড়িয়ে আপনাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন। পক্ষান্তরে আমি কর ও বিধি–নিষেধ কমিয়ে এবং যুক্তরাষ্ট্রের শক্তির বিকাশ ঘটিয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করি। আমরা আবার সেটা করবো। তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড় ও ভালো। আমরা আবার যুক্তরাষ্ট্রকে মহান করে তুলবো।’

সবাইকে দীপবলীর শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি আশা করি, আলোর এ উৎসব খারাপকে হটিয়ে শুভর বিজয় নিয়ে আসবে।’ সময় সংবাদ।