News update
  • Bangladesh's capital market shows sign of rebounding     |     
  • Record No of first-time voters to vote, AL can’t participate: Yunus     |     
  • Morsalin’s goal marks Hamza Era's first win over India after 22 years     |     
  • Writ against merger of 5 banks filed with HC     |     
  • Bangladesh End 22-Year Wait with Win Over India     |     

আটক সাংবাদিকের সঙ্গে আচরণে চীনের নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-09-09, 3:48pm




অস্ট্রেলিয়া বেইজিং কর্তৃপক্ষ কর্তৃক যে এক অস্ট্রেলিয়ান টেলিভিশন উপস্থাপককে আটক রেখেছে তাকে তার পরিবারের সাথে যোগাযোগের অনুমতি দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে। চেং লেই-কে ২০২০ সালের আগস্টে আটক করা হয়। চেং লেই চীন সরকারের ইংরেজি ভাষায় সম্প্রচার সিজিটিএন-এর (টেলিভিশনে) জন্য কাজ করছিলেন। আনুষ্ঠানিকভাবে তাকে “অবৈধভাবে বিদেশে রাষ্ট্রীয় গোপনীয়তা সরবরাহ" করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের পর থেকে তার পরিবারের সাথে তার কোনও যোগাযোগ নেই।

চীনের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কে যে কয়েকটি বিষয়ের উপরে চাপ রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে চেং লেইকে আটক করা।

চীনে জন্মগ্রহণকারী ঐ সাংবাদিক ৯ বছর বয়সে তার বাবা-মায়ের সাথে ব্রিসবেনের কুইন্সল্যান্ডে চলে যান। বেইজিং অস্ট্রেলীয় ঐ নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগ এনেছে।

অস্ট্রেলিয়া জোর দিয়ে বলেছে যে তারা আশা করে “ন্যায়বিচারের নূন্যতম মান" এবং চেং-এর সঙ্গে মানবিক ব্যবহার করা হবে বলে।

দুই বছর ধরে ঐ টেলিভিশন উপস্থাপকের অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকা তার দুই সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ নেই।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস বলেছেন, তিনি মনে করেন এটা অন্যায়।

তিনি বলেন, “এমন কিছু যা হওয়া উচিত।” “এই সব প্রক্রিয়ার কোনোটিতেই কোন স্বচ্ছতা নেই। চীন সরকারকে আরও ভালো করতে হবে।”

অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াও কিয়ান একটি বিরল টেলিভিশন সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, চেং-এর মামলাটি চীনের আইন অনুসারে পরিচালিত হচ্ছে।

জিয়াও বলেন, আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে না পারলেও তিনি চেং-এর স্বজনদের জন্য 'মানবিক কারণের'ভিত্তিতে “অনেক সহজতর উপায়ে ” দেখা করানোর ব্যবস্থা করার চেষ্টা করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে নানা বাণিজ্যিক ও রাজনৈতিক বিরোধ চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ককে ব্যাহত করেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।