News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

সাবিনাদের শুভ কামনা জানালেন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লী

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-09-09, 7:06pm




সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনকারী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে শুভ কামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফাস্ট বোলার ব্রেট লী। 

কাঠমান্ডুর টিম হোটেল ‘দ্য সলটি’-তে সাবিনাদের সঙ্গে দেখা হয় অস্ট্রেলিয়র সাবেক পেসারের। এ সময় বাংলাদেশের জার্সি পরিহিত নারী ফুটবলারদের দেখে তিনি তাদের সম্পর্কে খোঁজ খবর নেন।

মুলত দুবাইয়ে এশিয়া কাপ দেখে ফেরার পথে নেপালে এসেছেন ব্র্রেট লি। এখান থেকে রোড সেফটি টুর্নামেন্ট খেলতে ভারতে যাওয়ার কথা রয়েছে তার। আগামীকাল  ১০ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর অনুষ্ঠিত হবে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্ট।

এ সময় বাংলাদেশ  অধিনায়ক সাবিনা খাতুনসহ দলের অন্য খেলোায়াড়দের সঙ্গে কথাও বলেন ব্রেট লী। পাকিস্তানের বিপক্ষে কালকের ম্যাচের আগে দলের জন্য শুভ কামনাও করেন তিনি। অধিনায়ক সাবিনা খাতুনের পরিচয় নেয়ার পর তাকে বলেন, ‘তোমার ও বাংলাদেশ দলের জন্য রইল অনেক শুভকামনা।’  পরে তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন অস্ট্রেলিয়র এ গতি তারকা ।

গাবেক এ ফাস্ট বোলারের  সঙ্গে কথা বলতে পেরে দারুন উচ্ছাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের স্ট্রাইকার কৃষ্ণা  রানী সরকার। তিনি বলেন, ‘আমি ব্রেট লীকে দেখেই অবাক। আমি কোন পজিশনে খেলি জিজ্ঞেস করলেন এবং আমাকে ও আমার দলের জন্য শুভকামনা জানান।’

বাংলাদেশ দলের মিডফিল্ডার মারিয়া মান্ডাও খুশি ব্রেট লী’কে কাছে পেয়ে। তিনি বলেন, ‘আমি তাকে (ব্রেট লী) আজ সকালেই দেখেছি টিম হোটেলে। উনি তখন নাশতা করছিলেন, সেখানে পাশে বসে আমরাও নাশতা করেছি। তার সঙ্গে ছবি তুলেছি। আমার খুব ভালো লাগছে।’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লী আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফর্মেটের ক্রিকেটই খেলেছেন। তার আমলে বিশ্বের দ্রুততম পেসারদের অন্যতম ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০১২ সাল পর্র্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি টেস্টে ৩১০টি, ওয়ানডে ক্রিকেটে ৩৮০টি উইকেট সংগ্রহ করেছেন। তথ্য সূত্র বাসস।