
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদোর একটি পরিকল্পিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের একদিন আগে এটি বাতিল করা হয়।
অনুষ্ঠানটি বাতিল করেছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। কারণ ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী, যার অবস্থান এখনও অস্পষ্ট - ব্যক্তিগতভাবে তার পুরস্কার গ্রহণ করতে পারবেন কিনা তাও পরিষ্কার না বলে জানিয়েছে ইনস্টিটিউট।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় মাচাদোর সাথে সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত ছিল।
আল জাজিরা জানায়, ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, যাকে স্বৈরাচারী শাসক বলা হয়েছে, তার শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাচাদোকে নোবেল কমিটি এই পুরষ্কার দিয়েছে।
৫৮ বছর বয়সী মাচাদো মাদুরোর সরকারের আরোপিত এক দশক ধরে ভ্রমণ নিষেধাজ্ঞার শিকার হয়েছেন এবং ২০২৪ সালের আগস্টে তিনি আত্মগোপনে চলে যান।
এদিকে, মারিয়া করিনা মাচাদো নিজেই বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন যে, নরওয়ের অসলোতে তার যাত্রা কতটা চ্যালেঞ্জিং হবে। নোবেল ইনস্টিটিউট একটি সংবাদ সংস্থাকে দেয়া এক ইমেলে জানিয়েছে।
‘তাই আমরা এই মুহূর্তে নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে কখন এবং কীভাবে তিনি পৌঁছাবেন সে সম্পর্কে আর কোনো তথ্য দিতে পারছি না।’ নোবেল ইনস্টিটিউট জানিয়েছে।
তবে, ইনস্টিটিউট নির্দিষ্ট করে জানায়নি যে সংবাদ সম্মেলনটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে কিনা।
এদিকে, মাচাদোর মুখপাত্র তার অবস্থান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিতির পরিকল্পনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেননি, যা বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় অসলোর সিটি হলে অনুষ্ঠিত হওয়ার কথা।