News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

পায়রা সমুদ্র বন্দর জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

মিলিটারি 2025-12-16, 11:11pm

bangladesh-navy-vassel-was-opened-for-visit-by-members-of-the-public-at-payra-port-marking-the-victory-dhy-on-tuesday-16-dec-2025-36bf375a59b53a3069e5af7d134052b11765905097.jpg

Bangladesh Navy vassel was opened for visit by members of the public at Payra Port marking the Victory Dhy on Tuesday 16 Dec 2025.



পটুয়াখালী: মহান বিজয় দিবসে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে বাংলাদেশ নৌবাহিনীর বনৌজা কুশিয়ারা যুদ্ধ জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসময় সাধারণ মানুষ এ জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখেন। বিজয় দিবসে সরাসরি জাহাজ পরিদর্শনের সুযোগ পাওয়ায় খুশি আগতরা।

 মঙ্গলবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়রা সমুদ্র বন্দরের (সার্ভিস জেটি) বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা কুশিয়ারা জাহাজটি জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। জাহাজটি এক নজর দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে পায়রা বন্দরে আসে স্থানীয় জনসাধারণ সহ পর্যটকরা। এসময় জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখেন তারা।

বানৌজা কুশিয়ারার অধিনায়ক, লেফটেন্যান্ট স এম জায়েদুল ইসলাম বলেন, এই দিনে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, নতুন প্রজন্ম আমাদের সম্বন্ধে জানতে পারছে এবং দেশ গঠন ও দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

এদিকে জেলার কলাপাড়া, মহিপুর, কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। - গোফরান পলাশ