News update
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     
  • Arab Allies Urge Restraint as Trump Presses Iran Talks     |     
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     

২ কেজি ৭২০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হলো ৫ হাজার টাকায়

মৎস 2022-09-26, 9:39pm

3.75 kg hilsa solt at Taka 5000



পটুয়াখালী: বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় নামবিহীন একটি ট্রলারে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭২০ গ্রামের এক রুপালী ইলিশ। 

সোমবার বিকেল ৩টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে এই ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন ওই ট্রলারের মালিক বশির সরদার। এ সময় মাছটি পাঁচ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিসের মালিক মুজিবুর রহমান।

কারিমা ফিসের মালিক মুজিবুর রহমান বলেন, আজকে বশির নামের এক জেলে ২কেজি ৭২০ গ্রামের একটি ইলিশ নিয়ে আসে। পরে সমুদ্রে বিভিন্ন সাইজের ইলিশ উঠলে তা বিক্রির জন্য তিনি আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে নিয়ে আসেন। এসময় নিলামে সর্বোচ্চ ৭৪ হাজার টাকা মন হিসাবে পাঁচ হাজার টাকায় আমরা মাছটি কিনে নেই। কিনে নেওয়া ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। আশা করছি মাছটি আরও বেশি দামে বিক্রি হবে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, বছরের বেশীরভাগ সময় এখন বৈরী আবহাওয়ার প্রভাবে জেলেরা। তবে গত কয়েকদিন যাবৎ বেশ কিছু বড় সাইজের ইলিশের দেখা মিলছে। তাঁর মধ্যে আজকের মাছটি সবচেয়ে বড় এবং ভালো দামও পাওয়া গেছে। - গোফরান পলাশ