News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

বঙ্গোপসাগরে এবার ধরা পড়লো ৩ মন ওজনের ৩ টি পাখি মাছ

মৎস 2022-09-26, 9:45pm

A man carrying one of the three 'pakhi' fishes in headload.



পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মহাসিন নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ মন ওজনের ৩ টি পাখি মাছ বা সেইল ফিস। রবিবার রাতে সাগরের ৪০ বাম এলাকায় মাছ ৩ টি ধরা পড়ে। পরে সোমবার দুপুর সাড়ে তিনটায় মাছগুলো মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়। এসময় মাছ ৩ টি দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। উপকূলে এ মাছের চাহিদা না থাকায় মাছগুলো ২০ হাজার টাকায় কিনে নেয় এক মৎস্য ব্যবসায়ী। 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এমাছ সাধারনত গভীর সাগরে বিচরন করে। মাছগুলো খুবই দ্রুতগামী। - গোফরান পলাশ