Four youngmen arrested along with hemp
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি ২শ‘ ৫০ গ্রাম গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের আরপিসিএল তাপ বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ইলিয়াস খান (৩০), সাইদুল ইসলাম (২৮), ব্যাতা চাকমা (২৪) ও করুন বিকাশ চাকমা (৪০)। গ্রেফতারকৃত ইলিয়াস ও সাইদুলের বাড়ি ধানখালী ইউনিয়নে। আর ব্যাতা ও করুন বিকাশ চাকমার বাড়ি খাগড়াছড়ির দিঘীনালা এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই জহিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় অভিযান চালায়। এসময় লোন্দা থেকে ২ শ‘ ৫০ গ্রাম গাঁজা সহ ইলিয়াস খানকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ভাড়া বাসা থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ব্যাতা চাকমা ও করুন বিশ্বাস চাকমা আরপিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মী হলেও তাদের মূল ব্যবসা মাদক। তারা দীর্ঘদিন ধরে এসব গাঁজা ও বিভিন্ন মাদক খাগড়াছড়ি থেকে পাচার করে নিয়ে এসে এখানের শ্রমিকের কাছে বিক্রি করছে। - গোফরান পলাশ