News update
  • Mushfiqur, Mahmudullah, Mominul find teams in BPL     |     
  • Modi expresses concern over Khaleda's health, offers support     |     
  • Dhaka 3rd most polluted city in the world Tuesday morning     |     
  • Govt declares Khaleda Zia a ‘very very important person’     |     
  • Remittance surges to $2.68 billion in 29 days of November     |     

কাঠের সেতু ভেঙ্গে পড়ায় ৫ শতাধিক মানুষের দূর্ভোগ

যোগাযোগ 2023-01-20, 9:16pm

a-wooden-bridge-has-briken-down-in-kalapara-a35751a2976db915f1e72c3f8a2121931674227795.jpg

A wooden bridge has briken down in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুরে কাঠের সেতু ভেঙ্গে দীর্ঘদিন পড়ে থাকার পরও নতুন সেতু নির্মান কিংবা সংস্কারের অভাবে দূর্ভোগে পড়েছে সাধারন মানুষ সহ প্রাথমিক বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীরা।

উপজেলার ৪ নং মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম ও পার্শ্ববর্তী ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের অভ্যন্তরীন সড়ক যোগাযোগের একমাত্র ভরসা এ কাঠের সেতু। সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে পড়ার পরও সংস্কার কিংবা নতুন সেতু নির্মান হয়নি। এতে  প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রতিনিয়ত দূর্ভোগের কবলে পড়েছেন। মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া ও পার্শ্ববর্তী রসুলপুর  গ্রামের প্রায় শতাধিক শিশুদের প্রথমিক শিক্ষার জন্য যেতে হয় ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ইতোপুর্বে এ ভাঙ্গা সেতু পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে শিশু শিক্ষার্থীসহ সাধারন মানুষ।

স্থানীয়রা জানায়, গ্রামের মানুষ চাঁদা তুলে ইতিপূর্বে একাধিক বার এ ভাঙ্গা সেতু মেরামত করেছে। বর্তমানে সেতুটি সম্পূর্ন ভাবে ভেঙ্গে পড়ায় দূর্ভোগে পড়েছে ২ গ্রামের মানুষ সহ প্রাথমিক বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীরা।

ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. শাহাবুদ্দীন বলেন, এই কাঠের সেতুটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিবছরই সংস্কার করা হয়েছে। উক্ত সেতু নির্মানের টেন্ডার হয়েছে শোনা গেলেও দেখা মিলছে না ঠিকাদারী প্রতিষ্ঠানের।

এলজিইডি’র কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল বারী জানান, ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুরে কাঠের সেতুটি ভেঙ্গে যাওয়ায় অনুর্ধ্ব ১০০ মিটার ব্রীজের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নতুন একটি ব্রীজের জন্য প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে।  - গোফরান পলাশ