News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

রাঙ্গাবালীতে এলজিইডি'র গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

যোগাযোগ 2023-03-18, 9:49pm

img-20230318-wa0006-2f9ae3bf2fad2233ae78171f6d29d0be1679154557.jpg

LGED Rural road construction begins in Rangabali



কলাপাড়া: পটুয়াখালীর রাঙ্গাবালীতে এলজিইডি'র জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের ২ হাজার মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) সকালে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান প্রধান অতিথি হিসাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, সম্পাদক সাইদুজ্জামান মামুন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, এলজিইডির রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 

এলজিইডি সূত্র জানায়, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প (CRRIP) এর অধীনে মৌডুবী বাজার-কাজিকান্দা থেকে নিজকাটা বাজার পর্যন্ত ১ হাজার মিটার এবং মৌডুবী ইউনিয়নের খাসমহল থেকে চর বগলা পর্যন্ত ১ হাজার মিটার সড়ক উন্নয়নে রাজস্ব তহবিলের ৭৮ লক্ষ ৮৬ হাজার টাকা প্রাক্কলন ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে।

একই দিন এলজিইডি'র সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। - গোফরান পলাশ