News update
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     

কুয়াকাটায় ইজিবাইক ও অটোভ্যান চালকদের মানববন্ধন

যোগাযোগ 2023-05-02, 10:08pm

easybike-and-autocab-drivers-formed-a-human-chain-in-kuakata-on-wednesday-may-2-2023-58255d21aa20b6ba57c50a06f006f25a1683043731.jpg

Easybike and autocab drivers formed a human chain in Kuakata on Wednesday May 2, 2023.



পটুয়াখালী: কুয়াকাটায় বহিরাগত চালকদের দ্বারা পর্যটক হয়রানি বন্ধের দাবিতে ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) বেলা ১১ টায় কুয়াকাটা পৌর ভবনের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভা এবং লতাচাপলী ইউনিয়নের দুই শতাধিক ইজিবাইক ও অটোভ্যান চালকরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

কুয়াকাটা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টু্রিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ, কাউন্সিলর ফজলুল হক খান, তৈয়বুর রহমান খান, মনির শরীফ, আবুল হোসেন ফরাজী, শহীদ দেওয়ান, মজিবুর রহমান প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন, প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইজিবাইক ও অটোভ্যান চালকরা এসে আগত পর্যটকদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করছে। এতে কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাটার নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাই বহিরাগত গাড়ি প্রবেশ বন্ধ করার দাবি জানান। - গোফরান পলাশ