News update
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     
  • Yunus Urges Lasting Reforms to End Vote Rigging     |     
  • Govt Cuts ADP to Tk2 Lakh Crore Amid Fiscal Pressure     |     

আওয়ামীলীগ কার্যালয়ে দুর্বৃত্তের হামলা, চেয়ার টেবিল ভাংচুর

রাজনীতি 2022-12-08, 10:33pm

AL office in Kalapara ransacked



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বত্তরা। এসময় চেয়ার টেবিল ও বেশ কিছু আসববাপত্র ভাংচুর করা হয়। গতকাল গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। 

মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক আকন জানান, বুধবার রাত দশটার দিকে আমরা অফিস তালাবদ্ধ রেখে চলে যাই। দুর্বৃত্তরা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এ তান্ডব লীলা চালায়। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ বেশ কিছু বেনার ফেস্টুন ছিড়ে ফেলে তারা। তবে এঘটনা জামাত বিএনপি করতে পারে বলে তিনি ধারনা করেছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এদিকে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন,' বিএনপির ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মহাসমাবেশ কে বানচাল করার জন্য সারাদেশে দলীয় নেতাকর্মীদের ধরপাকড়ের পাশাপাশি ষড়যন্ত্র করে চলছে। তাদের দলীয় কার্যালয় ভাঙচুর ষড়যন্ত্রের অংশ।'

মহিপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ