News update
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     

’ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, এবার নৌকায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ পাবো’

রাজনীতি 2023-01-22, 9:30pm

awami-league-meeting-held-at-rangabali-in-patuakhali-on-sunday-4d69de0db5866cbc868798da3d4a99ce1674401419.jpg

Awami League meting held at Rangabali on Sunday.



পটুয়াখালী: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে পটুয়াখালীর কলাপাড়া-রাঙ্গাবালী নির্বাচনী এলাকার তৃনমূলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মী সভা শুরু করেছেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো: মহিববুর রহমান এমপি। আজ রবিবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় তিঁনি মিঠাগঞ্জ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে তেগাছিয়া বাজারে দলীয় কর্মীসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক মো: মঞ্জুরুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সহ উপজেলা আ’লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইউনিয়ন আ’লীগ সভাপতি ও মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন’র সভাপতিত্বে কর্মীসভায় দলীয় নেতা-কর্মীদের তিঁনি ঐক্যবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে প্রস্তুত থাকার নির্দেশ দেন। এমপি মহিব বলেন, ’এ দেশের মানুষের কল্যানে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি। তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুখী, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আগামীতে নৌকায় ভোট দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ উপহার পাবো।’ তিঁনি আরও বলেন, ’জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। আর আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে পদ্মা সেতু, মেট্রোরেলের মত বিস্ময়কর উন্নয়ন হয়।’

পরে দুপুর ১২টায় তিঁনি ডালবুগঞ্জ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নির্বাচনী কর্মী সভায় যোগ দেন। এবং দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন। বিতরন অনুষ্ঠানে গনমাধ্যমকে তিঁনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের মানবিক হতে শেখায়। বঙ্গবন্ধু কৈশোরে নিজের গায়ের চাঁদর খুলে শীতার্তকে এবং স্কুল টিফিনের জমানো পয়সা অভ্যূক্ত মানুষকে দিয়েছেন।’

এর আগে শনিবার সকাল ৯টায় তিঁনি নির্বাচনী এলাকা রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া, ১১টায় রাঙ্গাবালী সদর ইউনিয়ন, বিকেল ৩টায় কলাপাড়ার চম্পাপুর, বিকাল ৪টায় ধানখালী ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী কর্মী সভা ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া শুক্রবার সকাল ১০টায় রাঙ্গাবালীর চরমোন্তাজ, বেলা ১১টায় চালিতাবুনিয়া, বিকাল ৪টায় মৌডুবী, ৬টায় বড়বাইশদিয়া ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভা ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে যোগ দেন। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় তাঁর সাথে ছিলেন। তিঁনি এসময় রাঙ্গাবালীর চরমোন্তাজ ও মৌডুবীতে দু’টি সড়ক নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। - গোফরান পলাশ