News update
  • Thousands line the Dhaka streets welcome Khaleda Zia      |     
  • Khaleda lands on home soil; Zubaida reunites with her kins     |     
  • Bangladesh-Japan FOC to Be Held in Tokyo on May 15     |     
  • Young Talents Shine at Inaugural Kidlon Junior Award 2025     |     

বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক আজ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-01-29, 9:24am

resize-350x230x0x0-image-209475-1674961101-b97d4703efdb4c89b3e8a6f01b92ab651674962655.jpg




চলমান সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের গতি-প্রকৃতি নির্ধারণে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।

রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান।

লিয়াজোঁ কমিটির বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে থাকবেন- দলটির লিয়াজোঁ কমিটির সদস্য ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও বেগম সেলিমা রহমান।

অন্যদিকে, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির ক্বারি আবু তাহের প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।