News update
  • Tarique in Chattogram for second phase of election campaign     |     
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-04, 2:10pm

resize-350x230x0x0-image-210422-1675494728-6638f037a80dcad2ceaf236d3f5dd5711675498233.jpg




সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) একযোগে দলের ১০ সাংগঠনিক বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। এর মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকার সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।  সমাবেশ ঘিরে ইতোমধ্যে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সমাবেশে সফল করতে ঢাকা বিভাগের বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়ছে। নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সালাম এবং পরিচালনা করবেন দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টন ছাড়াও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। তথ্য সূত্র আরটিভি নিউজ।