News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

কলাপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

রাজনীতি 2023-03-07, 10:12pm

historic-7-march-celebrated-in-kalapara-4e8abbd6c3c97250178a74757440470b1678205575.jpg

Historic 7 March celebrated in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। 

এসময় জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম বাবুল, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিকী, ওসি মোঃ জসিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও'র সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ মহিববুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও মোঃ আনোয়ার হোসেন হাওলাদার।

আলোচনা সভা শেষে 'স্বপ্নের বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ' শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতার ১ম থেকে ১০ম শ্রেণীর ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। - গোফরান পলাশ