BNP stages human chain in support of its 10-point demand.
পটুয়াখালী প্রতিনিধি: বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দি এনপি'র সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ মোট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
আজ শনিবার (১১মার্চ) সকালে পটুয়াখালী পৌর শহরের বনানী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপি'র আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে লাগামহীন ভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ দুর্দশার মধ্যে পড়েছে। অথচ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এসময় বক্তারা আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের কথা বলেন। - গোফরান পলাশ