BML meeting 16 May Farakka Long March Day
বাংলাদেশের জন্য ফারাক্কা এক ভয়াবহ অভিশাপের নাম যার প্রভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দেশের ছয় কোটি মানুষ পানির অভাবে ধুকছে, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের ৬৫ শতাংশ অঞ্চল সেচের পানির অভাবে মরুভূমিতে পরিণত হচ্ছে। এই অভিশাপের প্রাকৃতিক, ভৌগলিক ও সামাজিক নানাবিধ ভয়াবহ নেতিবাচক প্রভাবের পাশাপাশি শুধু অর্থনৈতিক ক্ষতির পরিমাণই বছরে ৫হাজার কোটি টাকা। পরীক্ষামূলক ভাবে ফারাক্কা বাঁধ চালু করার ভাঁওতাবাজিতে স্বাধীনতা কালীন সময়ের বন্ধু রাষ্ট্র ভারতের প্রবল কতৃত্বপরায়ন ও আগ্রাসনবাদী হয়ে ওঠার স্বরূপ দেশের জনগণের নিকট উন্মোচিত হয়ে পড়ে। ১৯৪৭ সালের বুনিয়াদি স্বাধীনতা তথা আজাদি আন্দোলনের অন্যতম সদস্য তৎকালীন আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি, মুসলিম জাতিসত্তা আদর্শে অনুপ্রাণিত দূরদর্শী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা অভিশাপের ভয়াবহতা উপলব্ধি করতে পেরেছিলেন। বিভ্রান্ত ও কিংকর্তব্যবিমুঢ গোটা জাতীকে তিনি ১৯৭৬ সনের ১৬ই মে ফারাক্কা অভিমুখে লং মার্চের ডাক দিয়ে বাংলাদেশী জাতিসত্তায় বলীয়ান হয়ে মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার প্রেরণা যুগিয়েছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ প্রতি বছর ১৬ই মে দিনটিকে ফারাক্কা দিবস হিসাবে পালন করে জাতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে থাকে। ফারাক্কা দিবস কার্যত বাংলাদেশী জাতীয়তাবাদ ও জাতিসত্তার প্রতীক।
ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আজ (১৬ই মে ২০২৩) বেলা ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আরও বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, এ্যাড. আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, কেন্দ্রীয় নেতা খোন্দকার জিল্লুর রহমান, শেখ এ সবুর, প্রকৌশলী ওসমান গনী, এ্যাড. আজিম, আব্দুল আলিম প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, ফারাক্কা দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন, ভূখন্ডগত জাতীয়তাবাদী চেতনার এক অনন্য উদাহরণ। তবে দুঃখজনক হলেও সত্যি দীর্ঘ ৪৮বছরেও আমরা ফারাক্কা সমস্যার সমাধান করতে পারিনি। - UNB
সংবাদ প্রেরক, কাজী এ. এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০