News update
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     

গণ-বিস্ফোরণ ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -মুসলিম লীগ

রাজনীতি 2023-08-08, 7:37pm

adv-53c7d742fe2dab2c8ac7232ee6442e9a1691501824.jpg

Adv. Kazi Abul Khair, secretary general, Bangladesh Muslim League speaking at a discussion meeting organised to observe the 48th reorganisation day of the party on Tuesday.



দেশে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ ২০১৪ ও ২০১৮ সালের দুই দুইটি নির্বাচন থেকে জনগণ নিশ্চিত হয়েছে, বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হওয়ার সুযোগ নেই। জনগণ দৃঢ় ভাবে বিশ্বাস করে যে, একমাত্র নির্বাচন-কালীন দল নিরপেক্ষ সরকারই ফিরিয়ে দিতে পারে তাদের ভোটাধিকার, পুন-প্রতিষ্ঠিত করতে পারে গণতন্ত্র, মানবাধিকার আর বাক-স্বাধীনতা। গণদাবীর সাথে সহমত পোষণ করে বাংলাদেশ মুসলিম লীগ ধারাবাহিক ভাবে বিভিন্ন সভা, আলোচনা সভা, মানববন্ধন ও কর্মী সভায় দলীয় ভাবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানিয়ে আসছে। এই দাবী আদায়ের আন্দোলনকে আরও বেগবান ও গণ বিস্ফোরণে পরিণত করতে হলে দলমত নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। আজ (৮ আগস্ট,২০২৩) বাংলাদেশে মুসলিম লীগের ৪৮তম পুনর্গঠন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিকাল ৩.০০টায় দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।

প্রধান বক্তার বক্তব্যে মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশ মুসলিম লীগ কোন নির্বাচনে যাবে না। সভায় আরো বক্তব্য রাখেন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম ও এড. আফতাব হোসেন মোল্লা, অতি: মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, ন্যাপ সভাপতি শাওন সাদেকী প্রমুখ।