News update
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     

ক্ষমতাসীনরা নির্বাচন কালীন সরকার বিষয়ক সংকট সমাধানে আন্তরিক নয় -মুসলিম লীগ

রাজনীতি 2023-10-03, 12:47am

bangladesh-muslim-league-organised-a-discussion-and-doa-mahfil-marking-the-death-anniversary-of-the-ex-president-kazi-kader-on-mnday-a73c2b80e69b931851748b96d86197811696272430.jpg

Bangladesh Muslim League organised a discussion and doa mahfil marking the death anniversary of the ex-president Kazi Kader on Mnday. 02 Oct 2023



ক্ষমতাসীনরা নির্বাচন প্রশ্নে দেশের ঘনায়মান সংকট সমাধানে আন্তরিক নয়, আগ্রহী নয়। নির্বাচন কালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার বিরোধী দলসমূহের দাবী-দাওয়ার প্রতি কর্ণপাত না করে দিন-দিন সংকটকে সংঘাতময় করে তুলছে। এই জটিলতা থেকে বেরিয়ে আসতে সরকার পক্ষ থেকেই প্রথম উদ্যোগ গ্রহণ করতে হবে। 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর উদ্যোগ নেয়া হলে সংকট সমাধানের দ্বার উন্মোচিত হতে পারে। সরকার একগুঁয়েমি ও অবহেলায় এ সুবর্ণ সুযোগ নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। 

০২ অক্টোবর, ২০২৩ সোমবার বাদ যোহর বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী, বাংলাদেশের দ্বিতীয় সংসদের সংসদ সদস্য কাজী আব্দুল কাদেরের ২১তম মৃত্যুবার্ষিকীতে দলীয় উদ্যোগে দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। 

আরও বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি সৈয়দ আব্দুল হান্নান নূর, অতিঃ মহাসচিব কাজী এ.এ কাফী , সাংগঠনিক সম্পাদক খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, দফতর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, এড. হাবিবুর রহমান প্রমুখ। সভা শেষে মরহুম কাজী কাদেরের স্মৃতিচারণ পূর্বক তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি