News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

সরকার পদত্যাগের ঘোষণা দিলে নির্বাচন-কেন্দ্রিক স্পেস তৈরি হতে পারে

এবার কোন টালবাহানা ও কূটকৌশল সরকার কে রক্ষা করতে পারবে না - গণতন্ত্র মঞ্চ

রাজনীতি 2023-10-11, 11:44am

saiful-huq-general-secretary-of-biplabi-workers-party-addressing-a-discussion-meeting-organised-by-the-ganatantra-manch-at-jatiya-press-club-on-tuesday-10-october-2023-bf7f1453011b9725ca6c6ecf576828781697003093.jpeg

Saiful Huq, general secretary of Biplabi Workers Party addressing a discussion meeting organised by the Ganatantra Manch at Jatiya Press Club on Tuesday 10 October 2023.



১০ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের  তফাজ্জল হোসেন মানিক মিয়া হল এ গণতন্ত্র মঞ্চে'র উদ্দ্যেগে, "একতরফা নির্বাচনের পাঁয়তারা, সম্ভব্য বিপর্যয় ও জনগণের করনীয়" শীর্ষক এক আলোচনা সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ  সম্পাদক সাইফুল হক  এর সভাপতিত্বে ও পার্টির রাজনৈতিক  পরিষদ-এর সদস্য আকবর খান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, নির্বাচন কেন্দ্রিক সংকট উত্তরণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে স্পস চাইছেন সরকার অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিলেই সে স্পেস তৈরি হতে পারে।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ অবাধ নির্বাচনের বাকি বিষয়গুলো রাজনৈতিক সদিচ্ছা নিয়ে আলোচনা করে মিমাংসা করা সম্ভব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠিয়েও সরকার তাদের সদিচ্ছার প্রমাণ রাখতে পারে। 

নাগরিক ঐক্যে'র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী যে হুমকি দিচ্ছেন যে সব কিছু বন্ধ করে দিবেন,সেটা পারবেন না। ইচ্ছে করলেই এককভাবে রিজার্ভ কমানো যায় না কিংবা বিদ্যুৎ উৎপাদন না কমিয়ে বিদ্যুৎ দেয়া বন্ধ করা যায় না। এইসব হুমকি ধামকি দিয়ে জনগণের আন্দোলন কে বন্ধ করা যাবে না। ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। 

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বলেন বিরোধীদলীয় নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেয়ার হুমকি পাগলের প্রলাপ মাত্র। 

গণসংহতি আন্দোলন এর প্রধান সম্বয়ক জুনায়েদ সাকি বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য  নীল নকশার নির্বাচন করতে যাচ্ছে দেশের জনগণ এবার তা হতে দেবে না। আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ এই সরকারকে বিদায় দিবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন এর প্রধান সম্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনের বিরুদ্ধে এবার সরকার ও সরকারি দল যে সমস্ত পায়তারা আটছে এবার কোন কিছুই কাজে আসবে না। মানুষ এবার এই সরকারকে বিদায় দিবে কারণ এই দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি  তানিয়া রব  বলেন, বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে ২০১৪ ও ২০১৮ সালে ইতিহাসের জঘন্যতম নির্বাচন করে সরকার গঠন করেছে। আবারও একটি প্রহসনের নির্বাচনের প্রস্ততি নিচ্ছে। সরকারের দুঃশাসন থেকে মুক্তির জন্য, সরকার পতনের আন্দোলন জোরদার ও দল নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আদায়ে একসাথে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে আহবান জানান। 

ভাসানী অনুসারী পরিষদ-এর সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ এবার জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে। মরিয়া এই মানুষ প্রয়োজনে যে কোন ঝুঁকি নিবে এবং এই সরকারকে বিদায় দিবে।

তিনি বলেন এবার মানুষ বিজয়ী হবে ও বাংলাদেশ কে রক্ষা করবে। - প্রেস বিজ্ঞপ্তি