
Ganatantra Manch rally held in the capital on Wednesday. Photo - Courtesy
১৮ অক্টোবর বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু । গণসমাবেশে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল - এসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, আরো বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতন্ত্রী দল জেএসসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া প্রমুখ।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সভাপতির ভাষণে বলেন, আমরা এই সমাবেশ থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে পারে তার জন্য নিরাপত্তার সব ব্যবস্থা সরকারকেই করতে হবে।
তিনি আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচী ঘোষণা করে বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালিন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, অন্যথায় গণঅভ্যুথানের মুখোমুখী হতে হবে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ওবায়দুল কাদেরের বিরোধী দলকে হেফাজতের মত নিশ্চিহ্ন করার হুমকির তীব্র নিন্দা করে বলেন, এই সরকার এত হত্যা করেছে, এত অত্যাচার করেছে যে, তাদের করোর কারোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছে। এই সরকার একা হয়ে গেছে । তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ক্ষমতা হারানোর আতংক থেকে বিরোধী দলের আন্দোলন দমনে হেফাজতের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর হুমকি প্রদান করছে। তিনি বলেন, এইসব হুমকিতে সরকার তার অবৈধ গদি কোনভাবেই রক্ষা করতে পারবে না। তিনি বলেন, লুটের টাকা আর অবৈধ ক্ষমতা পাহারা দিয়েও শেষ রক্ষা হবে না। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের বোধোদয় না হলে প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের সকল ফর্ম প্রয়োগ করা হবে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার জন্য কোর্টের দারস্ত হয়েছে। তিনি অবিলম্বে অন্তর্বর্তীকালিন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবী জনান।
জাতীয় সমাজতান্ত্রক দল জেএসডির সিনিয়র সহ- সভাপতি তানিয়া রব বলেন, শেখ হাসিনা সুষ্ঠ ভোট চান না, কারণ উনি ভাল করেই জানেন, সুষ্ঠ ভোট দিলে ক্ষমতায় থাকতে পারবেন না। তারা শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টির সমাবেশ করছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন বলেন, দেশে নাগরিক অধিকার নিয়ে বসবাস করার পরিবেশ নেই। এই অবৈধ সরকার ভোটাধিকার হরণ করে অবৈধ ভাবে ক্ষমতায় রয়েছে।
গণসমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়। - প্রেস বিজ্ঞপ্তি