
আওয়ামী লীগ তলে তলে দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগকে আজীবন ক্ষমতায় থাকার নেশা এমন পেয়ে বসেছে যে, ওবায়দুল কাদের বলেন হাত গুড়িয়ে দেওয়া হবে। এগুলো হুমকি, এসব হুমকির কারণ তারা তলে তলে দুর্বল হয়ে গেছে। আওয়ামী লীগ নিজের রাজনৈতিক দুর্বলতা ঢাকতে বিভিন্ন ধরনের হুমকি এবং দমনপীড়নের পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার রাতের আচরণে মনে হয়েছে সরকার বিএনপির আন্দোলনে বিচলিত হয়ে পড়েছে। নির্বিচারে দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে তারা। এখন পর্যন্ত বিএনপির ২৫০ থেকে ৩০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের পদ খুবই লাভজনক। ছাত্রলীগ-যুবলীগের পদ পাওয়ার জন্য অনেকে ১ কোটি টাকাও দিতে চান। এতেই বোঝা যায় তাদের পদ এখন কতটা লাভজনক।
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে, শুধু একটু ধাক্কা দিতে হবে। নয়াপল্টনে খালেদা জিয়াকে নিয়ে আসব। আপনারা সবাই তৈরি আছেন তো?
তিনি বলেন, যারা আমার নেত্রীকে কারাবন্দি করে রেখেছে, আমাদের নেতাকে বিদেশে থাকতে বাধ্য করছে তাদের মসনদ ভেঙে চুরমার করে ফেলতে হবে।
তিনি আরও বলেন, সময় সমাগত সবাই তৈরি থাকেন। সবাইকে তৈরি থাকতে হবে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকুন।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। তথ্য সূত্র আরটিভি নিউজ।