News update
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     

দমন নিপীড়নের পথে সরকার এবার আর শেষ রক্ষা করতে পারবেনা

২৮ অক্টোবর বিরোধী দলসমূহের মহাসমাবেশ সফল করুন - সাইফুল হক

রাজনীতি 2023-10-21, 9:57pm

saiful-huq-general-secretary-biplabi-workers-party-addressing-a-party-meeting-on-saturday-44d6e41493172d1f9dea422df873c5d51697903874.jpeg

Saiful Huq, general secretary, Biplabi Workers Party addressing a party-meeting on Saturday. Photo - courtesy.



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্যায় জেদ আর অহমিকা পরিহার করে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে এগিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন  প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে সরকার ও সরকারি দল নির্বাচনকেন্দ্রীক সংকট থেকে বেরিয়ে আসতে পারে।তিনি বলেন কোন দমন নিপীড়ন ও  সন্ত্রাসের পথে গণআন্দোলন  আর গণজাগরণকে এবার আর রোধ করা যাবেনা; সরকারও  আর শেষ রক্ষা করতে  পারবেনা। 

তিনি বলেন, দেশের মানুষ আর কোনভাবেই এই সরকারের ভার বহন করতে পারছেনা।দেশের মানুষ এখন এই সরকারকে বিদায় দিতে মরীয়া।

সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী  ২৮ অক্টোবর বিরোধী দলসমূহের মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সিকদার হারুন মাহমুদ, এপোলো জামালী, শহীদুল আলম নান্নু,   মীর রেজাউল আলম, শাহাদাৎ হোসেন খোকন,  মোহাম্মদ সালাউদ্দিন , আমোহাম্মদ ফিরোজ, জোনায়েদ হোসেন, মোহাম্মদ স্বাধীন মিয়া, সেকেন্দার হোসেন, কবি জামাল সিকদার, নান্টু দাস,মোহাম্মদ ফরিদ মিয়া, সুজন গাজী প্রমুখ।

সভার শুরুতে ইজরায়েলী আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।

সভার অপর এক প্রস্তাবে ইজরায়েলীদের এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়। - প্রেস বিজ্ঞপ্তি