News update
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     

আবার একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশকে ভয়ংকর বিপর্যয়ে নিক্ষিপ্ত করবে

বিরোধীদের উপর দমন নিপীড়নের কৌশল দেশকে অনিবার্য বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে - সাইফুল হক

রাজনীতি 2023-10-31, 9:53pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411698767616.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



৩১ অক্টোবর  ২০২৩ - বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, সরকার ও সরকারি দলের আরও একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশকে ভয়ংকর বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিরোধী দলকে দমন করে সরকারের  যেকোন ভাবে ক্ষমতায় টিকে থাকার উদগ্র চেষ্টা দেশকে অনিবার্য সংঘাত সংঘর্ষের পথে নিয়ে গেছে। বিরোধী দলসমূহের রাজনৈতিক তৎপরতার  জন্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিসরও তারা ধ্বংস করে দিয়েছে। এ কারণে বিরোধী দল ও জনগণকে নিজেদের অধিকার আদায়ে এখন মরীয়া সংগ্রামে রাজপথে নামতে হয়েছে। 

অতীতে বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ আন্দোলনের যেসব ফর্ম ব্যবহার করেছে বিরোধী দলসমূহকে এখন বাধ্য হয়েই আন্দোলনের সেসব গনতান্ত্রিক ফর্ম  অনুসরণ করতে হচ্ছে। 

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন,  প্রধানমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনে নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণের আশাবাদের পরিবর্তে প্রকারান্তরে আগুনে ঘি ঢেলে দেয়া হয়েছে। সরকারের এই অবস্থান রাজনৈতিক সংকট কেবল আরও ঘনীভূত করবে, দেশ ও দেশের জনগণকে মারাত্মক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে; দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগও বাডিয়ে তুলবে।

বিবৃতিতে তিনি  সরকার ও সরকারি দলের অযৌক্তিক অনমনীয় মনোভাব,  দম্ভ, অহমিকা, দমন,নিপীড়ন ও প্রতিশোধাত্বক মনোভাব পরিহার করে নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে কার্যকরি  রাজনৈতিক উদ্যোগ নেবার আহবান জানান। তিনি বলেন, সময় শেষ হয়ে যাবার আগেই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। তা নাহলে আগামীতে দেশ ও জনগণকে অনেক মাশুল দিতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি