News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

বিদেশিদের নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই : ওবায়দুল কাদের

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-22, 10:40pm

resize-350x230x0x0-image-248985-1700660073-71cd6dfc05ad3b031db39936a94645311700671218.jpg




বিদেশিদের নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। যারা আমাদের নিয়ে ব্যস্ত তারা ফিলিস্তিন-ইসরায়েল, রাশিয়া-ইউক্রেন, লেবানন মধ্যপ্রাচ্য, ইউরোপ, তেলের মূল্য নিয়ে ব্যস্ত। পৃথিবীতে পরবর্তী বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, নির্বাচন এখন জনগণের সম্পদ। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা সফল হবে না। নির্বাচনের আসর জমে গেছে। কে আসে না আসে অনেকে চিন্তা করছিলো। ফুল কিন্তু ফুটতে শুরু করেছে। আরও অনেক ফুল ফুটবে। ইসিতে মনোনয়ন পত্র জমা দেয়ার আগ পর্যন্ত শত ফুল ফুটবে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ইশতেহার ফাইনাল হয়ে গেছে।

নির্বাচন উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) দলটির ঢাকা জেলা কার্যালয়ে গঠিত সব উপকমিটির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

নাশকতাই বিএনপির অস্ত্র দাবি করে ওবায়দুল কাদের বলেন, যা দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ ও ভণ্ডুল করতে চাইবে। তবে ভণ্ডুল করা সম্ভব হবে না। নির্বাচন এখন জনগণের সম্পদ। প্রতিহত ও প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা সফল হবে না।

ওবায়দুল কাদের বলেন, কে নিষেধাজ্ঞা, ভিসা নীতি দিলো, সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। জনগণের শক্তি আমাদের সঙ্গে আছে। তফসিল ঘোষণার পর এটা আরও পরিষ্কার হয়ে গেছে। নির্বাচনে একটি বড় দল নেই, তবুও শহর-গ্রামে এখন উৎসব। বিশ্বাস আমরা বিজয়ী হবো। শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি বিজয় আমাদের সামনে। তথ্য সূত্র আরটিভি নিউজ।