আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
এজন্য মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাকিব। এর মধ্যে ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হওয়ার গুঞ্জন ছিল তার। তবে শেষ পর্যন্ত মাগুরা-১ থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধ এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা দেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।