News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

আওয়ামী লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-05, 5:32pm

resize-350x230x0x0-image-250648-1701775809-ec6215cabf7f2528cad0fe66995e6c201701775968.jpg




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকরা আওয়ামী লীগের কাছে ২০টি আসন চেয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য জানান।

এর আগে, ১৪ দলীয় জোটের তিন নেতার সঙ্গে বৈঠকে বসেন আমু। ওই তিন নেতা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তথ্য সূত্র আরটিভি নিউজ।