News update
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     
  • Sirajganj’s luxuriant mustard fields bloom as an oasis of gold     |     
  • Man killed after boat hits sand-laden bulkhead on Padma River     |     

প্রেস ক্লাবে বিএনপির মানববন্ধন শুরু, সতর্ক অবস্থানে পুলিশ

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-10, 11:17am

aw1hz2utmjuxmjy1lte3mdixoduynteuanbn-f6688f3182affc241f1934cdbfe7311c1702185437.jpeg




বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধনে করছে বিএনপি। মানববন্ধন ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে যোগ দিতে সকাল পৌনে ১০টা থেকে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় নেতাকর্মীরা মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, অবৈধ নির্বাচন মানি না মানবো নাসহ বিভিন্ন স্লোগানে দিতে থাকেন।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে প্রেসক্লাব এলাকার চারপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কদম ফোয়ারা ও মৎস্যভবনসহ আশপাশের পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রেসক্লাবের বিপরীত রাস্তায় জলকামান ও এপিসি রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করে দলটি। তথ্য সূত্র আরটিভি নিউজ।