News update
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     

আলীগ নির্বাচনী ক্যাম্প থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে হামলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের নেতা আকবর খান সহ সাতজন আহত

রাজনীতি 2024-01-05, 12:15am

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411704392137.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক  আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, আজ বেলা ১১.৩০  টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ পূর্ব সমাবেশে যোগদানের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটি মিছিল পার্টির কার্যালয়ে থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে সেগুনবাগিচা হাই স্কুলের সামনে ঢাকা ৮ আসনে সরকারদলীয় এমপি প্রার্থী বাহাউদ্দিন নাসিমের নির্বাচনী ক্যাম্প  থেকে ৪০-৫০ জন আওয়ামী সন্ত্রাসী অতর্কিতভাবে মিছিলে হামলা করে। তারা পার্টির ব্যানার ছিনিয়ে  নিয়ে পুড়িয়ে ফেলে। এ সময় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পার্টির  রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সংগঠক আইয়ুব আলী, কবি জামাল শিকদার এবং ঢাকা মহানগরের নেতা মেহেদী হাসান সহ  সাতজন  নেতা কর্মী গুরুতর আহত হন।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারি দলের নেতাকর্মীরা এতই বাসামাল ও বেপরোয়া যে, বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিলকেও  তারা সহ্য করতে পারছে না। 

তিনি বলেন, হামলা মামলা এবং আতঙ্কের মধ্য দিয়ে বিরোধী দলকে বাইরে রেখে একতরফা সরকার ও সরকারি দল আরও একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আবারো অবৈধ  ক্ষমতা নবায়ন করতে চায়। বিপ্লব ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ,  বিএনপিসহ প্রায় ৬৩ টি বিরোধী রাজনৈতিক দল সরকারের এই অবৈধ পাতানো নির্বাচনের বিরুদ্ধে  ধারাবাহিক সংগ্রাম করে আসছে। সেই সংগ্রামের ধারাবাহিকতায় জনগণকে সাথে নিয়ে আগামী ৭ তারিখের নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করে এই সরকারকে বিদায় জানানো হবে। কোন হামলা আক্রমণের কাছে জনগণ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মাথানত করবে না।   

তিনি অবিলম্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলে হামলা আক্রমণ ও নেতা কর্মীদের উপর হামলাকারী সরকারদলীয় সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। - প্রেস রিলিজ