News update
  • Strategic plan to resolve Rohingya crisis mending inaction urged     |     
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     

নতুন সরকারের একমাসেও তাদের ভয় কাটেনি - সাইফুল হক

রাজনীতি 2024-02-13, 11:36pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411707845785.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



আজ বিকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সংগঠকদের সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নতুন সরকারের একমাস পার হলেও সরকারের ভয় কাটেনি। অজানা ভয় প্রতিনিয়ত সরকারকে তাড়া করে ফিরছে।গতকাল সরকারী দলের সাধারণ সম্পাদকের বক্তব্যেও তা ধরা পড়েছে।সরকার যে পরিস্থিতি সামাল দিতে পারছেনা তাও স্পষ্ট। 

তিনি বলেন, সর্বগ্রাসী সামাজিক নৈরাজ্য দেশের যুবশক্তিকে বিনাশ করে চলেছে। যুব সম্প্রদায়ের অপার সম্ভাবনা  নষ্ট হয়ে যাচ্ছে।কর্তৃত্ববাদী শাসনে দেশের বিশাল যুব শক্তি এক আশাহীন - স্বপ্নহীন নিষ্ক্রিয় জনগোষ্ঠীতে পরিনত হয়েছে। দেশের বিশাল সম্ভাবনাময় যুব সমাজকে নৈতিক দিক থেকেও দূর্বল করে তাদেরকে নানাভাবে নেশাগ্রস্ত করে তোলা হচ্ছে। দেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায়  তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দিতে  হচ্ছে।

তিনি বলেন যুব সম্প্রদায় সরকার ও সরকারি দলের  অপরাজনৈতিক তৎপরতার সহযোগী হিসাবে থাকতে পারেনা। 

তিনি বলেন, জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যুবাদের ধর্ম।  তিনি ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার হরণকারি বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রামে বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহবান জানান। 

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া, জামাল সিকদার, নান্টু দাস, হাফিজুর  রহমান রুবেল,  দীপু দাস, মোহাম্মদ নাঈম, রতন গোস্বামী   প্রমুখ। 

সভায় জাতীয় যুব কনভেনশন এর লক্ষে আগামী ১ মার্চ বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার আহবান জানানো হয়। - প্রেস বিজ্ঞপ্তি