News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা

সাইফুল হক ও জোনায়েদ সাকি সহ অর্ধশত নেতাকর্মী আহত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ও প্রতিবাদ

রাজনীতি 2024-02-28, 10:54pm

police-action-on-ganatantra-manch-procession-in-dhaka-on-wednesday-27-feb-2024-2f370d17f09cd9d6f7f99736161968471709139562.png

Police action on Ganatantra Manch Procession in Dhaka on Wednesday 27 Feb 2024. Photo collected.



বুধবার ২৮ ফেব্রুয়ারী দুপুর দেড়টার দিকে গণতন্ত্র মঞ্চের পূর্বনির্ধারিত বিদ্যুৎসহ  দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে  সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের উপর বিনা উস্কানিতে পুলিশ হামলা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক,  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি সহ অর্ধশত নেতাকর্মীদের আহত করেছে। চারজন কে গ্রেপ্তার করে নিয়ে গেছে। 

শান্তিপুর্ণ এই কর্মসূচিতে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  তারা গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভে কোন উসকানি ছাড়া এই পুলিশী নিপীড়ন সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রমান। তারা হামলাকারি পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের  আওতায় আনার দাবি জানান। 

হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,  আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সংগঠক  আইয়ুব আলী, কবি জামাল সিকদার, মহানগর নেতা নান্টু দাস, হাফিজুর রহমান রুবেল, শৈশব আহমেদ হৃদয়, মোঃ স্বাধীন মিয়া, ইমাম হোসেন, আহসান বিল্লাল, ইসমাইল হোসেন আহত হয়েছেন।

নেতৃবৃন্দ সরকারি দমন নিপীড়ন মোকাবেলা করে দেশ ও জনগণকে রক্ষার আন্দোলন এগিয়ে নেওয়ার আহবান জানান। - প্রেস বিজ্ঞপ্তি